পাবনা: পাবনার চাটমোহরের একটি ভুট্টাখেত থেকে জুঁই খাতুন (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি জুঁইকে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার রামপুর বিলের ভুট্টাখেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুঁই পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার গাড়ফা উত্তরপাড়া গ্রামের প্রবাসী জাহিরুল ইসলামের মেয়ে। সে গাড়ফা আজেদা নূরানী কিন্ডারগার্ডেন মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (১৪ এপ্রিল) বিকেলে দাদার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় জুঁই। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন রাতভর আত্নীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান করেও তাকে পায়নি।
সকালে রামপুর বিলের একটি ভূট্টাখেতে জুঁই খাতুনের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
জুঁইকে ধর্ষণ করে শ্বাসরোধে হত্যার পর মুখে অ্যাসিড দিয়ে পোড়ানো হয়েছে বলে স্থানীয়দের ধারণা।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম বলেন, শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা পরিচয় সনাক্ত করেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলামন রয়েছে।