Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্ল্যাট দখল: টিউলিপসহ ৩ জনের নামে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ১৫:৪১ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৭:৪৬

টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট দখলের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক মনিরুল ইসলাম।

অন্য আসামিরা হলেন- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেন।

মামলার এজাহারে বলা হয়, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ক্ষমতার প্রভাব খাটিয়ে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়েছেন আসামিরা। তারা গুলশান-২ এর ফ্ল্যাট নম্বর বি/২০১, বাড়ি নম্বর ৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে- ১১৩, ১১বি (নতুন), রোড নম্বর ৭১) দখলে নিয়ে ও পরে রেজিস্ট্রি মূলে খতিয়ান গ্রহণ বা প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়।

এ নিয়ে দুদকের উপ-পরিচালক মো. মনিরুল ইসলামের নেতৃত্ব সাত সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছিল। টিমের বাকি সদস্যরা হলেন- সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশ্বিরা আতিয়া তমা, এস. এম. রাশেদুল হাসান, এ কে এম মর্তুজা আলী সাগর, মোহাম্মদ মনিরুল ইসলাম ও উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।

গত ১০ মার্চ পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে আটটি অভিযোগপত্র দিয়েছে দুদক। পরবর্তীতে তা আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এসডব্লিউ

টিউলিপ সিদ্দিক দুদক মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর