Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ষবরণ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আ.লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ১৫:৪১ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৭:৪৬

বর্ষবরণ শোভাযাত্রায় আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেম

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বর্ষবরণ শোভাযাত্রায় অংশ নেওয়া ছাত্র-জনতার আন্দোলনের হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেমকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (১৪ এপ্রিল) রাতে শহরের বড় বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে তাকে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন সারাবাংলাকে বলেন, তাকে আদালতে পাঠানো হয়েছে।

গতকাল জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রায় কর্মকর্তাদের সঙ্গে প্রথম সারিতে অংশ নেন মোকাররম হোসেন মোয়াজ্জেম। এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় শুরু হয়।

মোকাররম হোসেন কুষ্টিয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর আওয়ামী লীগের সদস্য। তিনি কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি। কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালক। কোটাবিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময় তামজিদ হোসেন নামের এক যুবককে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ৪২ নম্বর আসামি তিনি। এই মামলায় তিনি জামিনে রয়েছেন।

থানা সূত্র জানায়, ১৩ ফেব্রুয়ারি কুষ্টিয়া মডেল থানায় আসিফ নামে এক যুবক বাদী হয়ে একটি হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। এ মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি রয়েছে ১৫০ জন। এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়া হয়েছে।

কুষ্টিয়া আদালতের পরিদর্শক জহুরুল ইসলাম সারাবাংলাকে বলেন, মোকাররম হোসেন মোয়াজ্জেমকে এখনো আদালতে তোলা হয়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

আ.লীগ নেতা গ্রেফতার আওয়ামী লীগ গ্রেফতার টপ নিউজ বর্ষবরণ শোভাযাত্রা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর