Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৫ বছর ক্ষমতায় থাকা নিয়ে জনগণ কথা বলছে, আমি বলিনি’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ১৫:৩৩ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৭:৪৬

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ছবি: সংগৃহীত

ঢাকা: বর্তমান অন্তবর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকা নিয়ে জনগণ কথা বলছে, আমি বলিনি বলে মন্তব্য করেছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

কিশোরগঞ্জ সফরে গিয়ে বর্তমান অন্তবর্তী সরকারের ৫ বছর ক্ষমতায় থাকা নিয়ে তিনি কথা বলেছেন- বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি তো এ কথা বলিনি। এটা জনগণ বলছে। আমি তো কিছুই বলিনি। এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন হবে। সেখানে আমার বলার কিছু নেই।’

এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যার দায়ে দায়ীদের গ্রেফতারসংক্রান্ত প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা কোনো রাঘব বোয়ালকেও ছাড় দিচ্ছি না।’ জালে আসার আগ পর্যন্ত তো কাউকে ধরা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘জালে আসার পরেই ধরে ফেলছি। এমন কথা কেউ বলতে পারবেন না যে, জালে আসার পরে কাউকে ছেড়ে দিয়েছি।’

চট্টগ্রামে পহেলা বৈশাখের মঞ্চে ভাঙচুরের ঘটনাসংক্রান্ত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এমন কোনো ঘটনা কাম্য নয়। যেহেতু ঘটনা ঘটেছে, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয় সতর্ক দৃষ্টি থাকবে।’ তিনি আরও বলেন, ‘সতর্ক থাকার পরেও এ ধরনের ঘটনা অনেক সময় ঘটে, সেদিকে খেয়াল থাকবে।’

থানাগুলোতে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে- এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা সবকিছু জনগণের জন্য করি। কিছু বিষয় থাকে যা আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারি না। আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সব ক্ষেত্রে যে সফল হচ্ছি তা নয়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভুল হচ্ছে। সেটাও সংশোধন করছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল।

এ সময় তিনি পুলিশের নতুন ইউনিফর্ম এবং নতুন লোগো পর্যায়ক্রমে বাস্তবাযন করা হবে বলে জানান।

সারাবাংলা/জেআর/পিটিএম

৫ বছর ক্ষমতা জনগণ টপ নিউজ লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর