Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাপলা চত্বরে গণহত্যা
৭১ টিভির চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ১৪:১৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৬:০৪

৭১ টেলিভিশন ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার প্রচারণায় সহায়তার অভিযোগে ৭১ টেলিভিশন ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতা মুশফিকুর রহমান।

আরেক আসামি হলেন- ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মোস্তফা।

অভিযুক্তদের বিরুদ্ধে মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ডে প্ররোচনা-উসকানি, পরিকল্পনাসহ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে সহযোগিতা ও অর্থায়নের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়।

সারাবাংলা/আরএম/এমপি

অভিযোগ গণহত্যা শাপলা চত্বর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর