লাশ পোড়ানো মামলা
সেই ৩ পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
১৫ এপ্রিল ২০২৫ ১৪:০২ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৬:০৫
ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে সাবেক তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।
তিন পুলিশ কর্মকর্তা হলেন— ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফি, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন।
এদিন সকালে অভিযুক্তদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এর আগে, প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। গত ৮ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল এ আদেশ দেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নৃশংস এ ঘটনার সময় একজন জীবিত ছিলেন। কিন্তু তাকেও বাঁচতে দেননি তারা। পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয়।
এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এরই মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।
সারাবাংলা/আরএম/এমপি