Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা কলেজ-সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ১৩:৫৫ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৬:০৫

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা: রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে সংঘর্ষ এবং ধাওয়া পাল ধাওয়ার সূত্রপাত হয়। এ সময় উভয় কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিটি কলেজে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজে শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নিয়েছেন। উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করছে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/ইআ

ঢাকা কলেজ পুলিশ মোতায়েন শিক্ষার্থীদের সংঘর্ষ সিটি কলেজ

বিজ্ঞাপন

দিল্লিতে ভবন ধস, নিহত ৪
১৯ এপ্রিল ২০২৫ ১৩:২৯

আরো

সম্পর্কিত খবর