Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মতের ভিন্নতা থাকলেও রাষ্ট্র সংস্কারে সবার লক্ষ্য এক: আলী রীয়াজ

স্টাফ করেসপন্ডন্ট
১৫ এপ্রিল ২০২৫ ১৩:০৫ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৩:২৬

জাতীয় সংসদের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সঙ্গে সংলাপে আলী রীয়াজ। ছবি: সারাবাংলা

ঢাকা: ‎সবার মাঝে মতভিন্নতা বা নানা ধরনের মত থাকলেও রাষ্ট্র সংস্কারে সবার লক্ষ্য এক বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

‎মঙ্গলবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সঙ্গে সংলাপে এ কথা বলেন তিনি।

‎এ সময় অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, ‘রাষ্ট্র সংস্কার প্রশ্নের সবার লক্ষ্য এক। তবে সংস্কার বাস্তবায়নের পথ নিয়ে সামান্য ভিন্নতা আছে। আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করে যে সব জায়গায় ঐকমত্য আছে তার ভিত্তিতে দ্রুতই জাতীয় সনদ তৈরি করা যাবে। এই সনদ তৈরির মাধ্যমে জাতির রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষার দিকে অগ্রসর হওয়া সম্ভব।’

‎স্প্রেডশিটের কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর ব্যাখ্যা দেওয়া প্রয়োজন জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, ‘কিছু কিছু জায়গায় ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। তখন স্পষ্ট করতে পারব কমিশনগুলোর অবস্থান কী, আপনাদের (রাজনৈতিক দল) অবস্থান বুঝতে চেষ্টা করব। এই প্রক্রিয়ার মাধ্যমে অগ্রসর হব।’

‎তিনি বলেন, ‘দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছানোই হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান লক্ষ্য। এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত। তাই আমরা আশা করি, প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারব। পরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হব।’

‎‎আজকের সংলাপে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সঞ্চালনায় করেন। এ সংলাপে অংশগ্রহণ করেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন। এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে দলটির আট সদস্য উপস্থিত ছিলেন।

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের বেশির ভাগ বিষয়ে এনডিএম একমত জানিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘আমরা সংস্কারগুলো বড়ভাবে দেখতে চাই। সংস্কারের মাধ্যমে জনবান্ধব সরকার ব্যবস্থা তৈরি করতে সক্ষম হব।’

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এমপি

জাতীয় ঐকমত্য কমিশন রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর