পিএসসির সামনে জড়ো হচ্ছেন বিসিএস প্রার্থীরা, নিরাপত্তা জোরদার
১৫ এপ্রিল ২০২৫ ১৩:০৬ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৬:৩৬
ঢাকা: পরীক্ষা পেছানোর দাবিতে চলমান অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের হামলা ও আটকের প্রতিবাদে এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ফের অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়ে পিএসসিতে অবস্থান নিতে যাচ্ছেন বিসিএস প্রার্থীরা।
এমন তথ্যের ভিত্তিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকেই পুলিশকে সতর্ক অবস্থান নিতে দেখা যায়।
পুলিশ সদস্যরা জানান, চাকরিপ্রার্থীদের একটি অংশ আবার কর্মসূচি ঘোষণা করেছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই পিএসসি’র সামনে সতর্ক অবস্থান নিয়েছেন তারা।
অপর দিকে, আন্দোলনকারী চাকরি প্রার্থীরা জানান, এর আগে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা চালান এবং কয়েকজনজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়৷ এরই প্রতিবাদে এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছনের দাবিতে আবারও আজ তারা কর্মসূচি দিয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত চাকরিপ্রার্থীরা আগারগাঁওয়ের নির্বাচন ভবন এলাকায় একত্র হচ্ছেন।
সারাবাংলা/এনএল/আরএস