Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মসজিদের মুয়াজ্জিন নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ১২:১৯ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৬:০৫

পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্প থানা, ইবি, কুষ্টিয়া।

কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলায় ট্রাকচাপায় মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ আলি (৭৩) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নওদাপাড়া মোড়ের কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলি ফকিরাবাদ নওদাপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। তিনি ওই এলাকার খেজুরতলা খাঁ পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্বরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোহাম্মদ আলি আজ মসজিদে ফজরের নামাজ শেষ করে নওদাপাড়া মোড়ে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক পারাপরের সময় দ্রুতগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বিক্ষুব্ধ জনতা ট্রাকসহ ট্রাকের চালক ও হেলপারকে ধরে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেছে।

পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই নুরুন্নবী ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে নিহতের পরিবার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সারাবাংলা/এসডব্লিউ

মসজিদের মুয়াজ্জিন নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর