Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে তরমুজের ট্রাক উলটে চালক-হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ১২:১১ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৭:৪৬

তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে উলটে যায়।

ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে উলটে চালক ও হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার ঘোপঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের কেশবপুর উপজেলার সাহেব আলীর ছেলে ট্রাক চালক মো. ইদ্রিস আলী (৩০) ও একই এলাকার বাসিন্দা ট্রাকের হেলপার মো. হায়দার আলী (৩২)।

করিমপুর হাইওয়ে থানার টিএসআই মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খুলনা থেকে ঢাকাগামী একটি তরমুজ বোঝাই ট্রাক ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ট্রাকটি গাছের সঙ্গে আটকে উলটে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার দুজনেই ভেতরে আটকে যান। খবর পেয়ে মধুখালী ও মাগুরা জেলার ফাযার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করে। ঘটনাস্থলেই হেলপার নিহত হন এবং আহত চালককে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনিও মারা যান।

আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান আনোয়ার হোসেন।

সারাবাংলা/ইআ

চালক-হেলপার নিহত ট্রাক উলটে ফরিদপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর