Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসএল ২০২৫
এক বছরে ৪ সেঞ্চুরি, গেইল-কোহলিদের পাশে সাহিবজাদা

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫ ১০:৫০

সেঞ্চুরির পর ফারহান

২০২৫ সালটা যেন স্বপ্নের মতো কাটছে তার। বছরের প্রথম ৪ মাসের মধ্যেই টি-২০ ক্রিকেটে পাকিস্তানের সাহিবজাদা ফারহান পেয়েছিলেন ৩টি সেঞ্চুরি। গত রাতে পিএসএলের ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে আরেকটি সেঞ্চুরি পেয়ে রেকর্ড গড়েছেন ফারহান। এক বছরে স্বীকৃতি টি-২০তে সর্বোচ্চ ৪ সেঞ্চুরির রেকর্ডে ক্রিস গেইল ও বিরাট কোহলিকে ছুঁয়েছেন ফারহান।

ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে পেশওয়ার জালমির বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি করেন ফারহান। ১৩ ছক্কা ও ৫ চারে ১০৬ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলেন তিনি। এই সেঞ্চুরি করেই দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন তিনি।

বিজ্ঞাপন

২০২৫ সালে এই নিয়ে টি-২০ ক্রিকেটে চতুর্থ সেঞ্চুরির দেখা পেলেন ফারহান। এক বছরে স্বীকৃতি টি-২০তে এটিই সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। এক বছরে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ ৪ সেঞ্চুরির এই রেকর্ডে ফারহান পাশে বসেছেন ক্রিস গেইল, বিরাট কোহলি, শুভমান গিল ও জস বাটলারের।

গেইল ২০১১ সালে ৩১ ইনিংসে করেছেন ৪ সেঞ্চুরি। ২০১৬ সালে কোহলি এই রেকর্ড ছুঁয়েছেন ২৯ ইনিংসে। ২০২২ সালে বাটলার ৩৮ ইনিংসে করেছেন ৪ সেঞ্চুরি। ২০২৩ সালে গিল ৪টি সেঞ্চুরি করেছিলেন ৩০ ইনিংসে। ফারহান বছরে ৪টি সেঞ্চুরি পূরণ করলেন মাত্র ৯ ইনিংসেই! ফারহানের সামনে তাই থাকছে এই ৪ ক্রিকেটারকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে ওঠার।

এখন পর্যন্ত ৯ ইনিংসে ১০৫.১৪ গড়ে ৭৩৬ রান করেছেন ফারহান। গত মাসে পাকিস্তান ন্যাশনাল টি-২০ কাপে প্রথম ৬ ম্যাচে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ফারহান। এর মাঝে ১১৪ ও ১৬২ রানে দুইবার অপরাজিত ছিলেন তিনি, আরেকটি ইনিংস ছিল ১৪৮ রানের। ১৬২ রানের ইনিংসে ২০ ওভারের ক্রিকেটে পাকিস্তানের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ রান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

পিএসএল ২০২৫ সাহিবজাদা ফারহান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর