Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুয়ার বিজ্ঞাপন প্রচার: টিকটকার তোহা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ০৯:৫৫

টিকটকার তোহা কারাগারে।

ঢাকা: জুয়ার বিজ্ঞাপন প্রচারে সাইবার নিরাপত্তা আইন ও প্রতারণার মামলায় টিকটকার তোহা হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল।

এদিন তোহাকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. রাজিব হোসেন। তবে জামিন চান আসামিপক্ষের আইনজীবী। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।

মামলার এজাহারে বলা হয়, নিজের ফেসবুক পেজ ও টিকটক অ্যাকাউন্ট থেকে জুয়ার বিজ্ঞাপনের প্রচার করছিলেন তোহা। অল্প টাকায় অধিক মুনাফার লোভ দেখিয়ে যুবসমাজকে জুয়া ও অনৈতিক আয়ে প্রলুব্ধ করা হয়। ফলে সর্বস্ব হারিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে যুবসমাজ।

এ ঘটনায় রোববার (১৩ এপ্রিল) টিকটকার তোহা ও তার স্ত্রী হুর-ই জান্নাতের বিরুদ্ধে মিরপুর থানায় সাইবার নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে মামলা করেন মো. রিফাতুল হক শাওন, পারভেজ কবির, তৌহিদুল ইসলাম শীতলসহ মিরপুরের কয়েকজন সচেতন নাগরিক। পরে একই দিন দিবাগত রাতে তোহাকে গ্রেফতার করে পুলিশ।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ

টিকটকার তোহা কারাগারে