Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইজেরিয়ায় সহিংসতার ঘটনায় নিহত ৫২

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫ ০৯:২৪ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১২:২২

নাইজেরিয়ার সেনাবাহিনী। ছবি: সংগৃহীত

নাইজেরিয়ায় সহিংসতার ঘটনায় ৫২ জন নিহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) দেশটির মালভূমি রাজ্যে আন্তঃসাম্প্রদায়িক সংঘাত এবং জমি বিরোধের জের ধরে হামলাকারীরা ৫২ জনকে হত্যা করেছে।

মধ্যাঞ্চলে অবস্থিত এই রাজ্যে দুই সপ্তাহেরও কম সময়ে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ায় প্রেসিডেন্ট বোলা টিনুবু এই সঙ্কট তদন্তের নির্দেশ দিয়েছেন।

এর আগে রোববার (১৩ এপ্রিল) রাতে বাসসা এলাকার জিকে এবং কিমাকপা গ্রামে ওই হামলা চালানো হয়। চলতি মাসে ওই একই রাজ্যের বোক্কোস এলাকার গ্রামে এর আগেও সশস্ত্র ব্যক্তিরা হামলা চালিয়ে ৫২ জনকে হত্যা করেছে।

মালভূমি রাজ্যের রাজধানী জোস থেকে প্রায় ২৫ কিলোমিটার (১৫ মাইল) দূরে ওই হামলা চালানো হয়।

মুসলিম ফুলানি পশুপালক এবং খ্রিষ্টান কৃষকদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ প্রায়ই মারাত্মক সহিংসতায় রূপ নেয়। বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উপস্থিতি কম সেখানে হামলার ঘটনা আরও বেশি ঘটতে দেখা যায়।

রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।

ওই কর্মকর্তা আরও জানান, সেখানে হামলার ঘটনায় আরও ৩০ জন আহত এবং আরও ৩০টি বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে।

তবে মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, নিহতের সংখ্যা ৫৪। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, হামলার কারণে শত শত মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সারাবাংলা/এসডব্লিউ

নাইজেরিয়া সহিংসতায় নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর