Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড্রোন শোতে ওয়াসিমের ছবি না থাকায় দুঃখ প্রকাশ উপদেষ্টা ফারুকীর

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ০৮:২২ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১১:৫৯

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ঢাকা: বাংলা নববর্ষ ১৪৩২-কে ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত দেশের সর্ববৃহৎ ড্রোন শোতে জুলাই অভ্যুত্থানে শহিদ হওয়া ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের ছবি না থাকায় দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ড্রোন শোতে ফুটে উঠেছিল শহিদ আবু সাঈদের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর দৃশ্য, প্রতীকী মুগ্ধর পানির বোতল হাতে থাকা মুহূর্তসহ নানা ইতিহাসভিত্তিক ছবি। তবে এই আয়োজনে ২০২৩ সালের জুলাই অভ্যুত্থানে শহিদ হওয়া ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বিজ্ঞাপন

এ বিষয়ে দুঃখ প্রকাশ করে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘শহিদ ওয়াসিমের ছবি না থাকায় তাদের ব্যথিত হওয়া একেবারেই যৌক্তিক। এই দুঃখ আমারও। গল্প বলার থিম, সীমিত ইমেজ ব্যবহারের সুযোগ এবং আইকনিক ছবি বাছাইয়ের চাপে অনেককেই বাদ দিতে হয়েছে। তবে তারা কেউই কম গুরুত্বপূর্ণ ছিলেন না।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের সব শহিদ, এমনকি এর আগের ষোলো বছরে গুম-খুনের শিকার হওয়া প্রত্যেকেই আমাদের হিরো। এইসব মানুষের জন্যই আমাদের ইতিহাস নির্মাণ হয়, আর সেই ইতিহাসে বেদনার স্থান থাকতেই হবে কারণ বেদনা ইতিহাস ও মন দুই-ই পরিশুদ্ধ করে।’

এই ড্রোন শো ছিল প্রযুক্তি আর গল্পের এক অসাধারণ সংমিশ্রণ। হাজারো দর্শক চোখ ধাঁধানো এই আয়োজনের মাধ্যমে দেখেছে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, আন্দোলন, মানবিক সংকট ও ঐতিহ্যের প্রতিচ্ছবি।

ড্রোন শোতে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক মো. ওয়ারেছ হোসেনসহ সরকারের বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর