Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে চালকের সহকারীসহ বাস উধাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৫ ২২:০৬ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ২২:৩৩

ফরিদপুর বাসস্ট্যান্ড

ফরিদপুর: ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে চালকের সহকারীসহ রাজমহল পরিবহণের একটি বাস নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আনিচুর রহমান জানান, রোববার (১৩ এপ্রিল) রাতে রাজমহলের বাসটি যাত্রী পরিবহণ শেষে গোয়ালটামচ নতুন বাসস্ট্যান্ডে পাকিং করে রাখে। বাসচালকের সহকারী (হেলপার) রাজুকে বাসের ভিতরে রেখে বাড়ি চলে যায় চালক। সোমবার সকালে চালক বাসস্ট্যান্ড থেকে বাসটি নিতে আসলে বাস ও সহকারী রাজুকে খুঁজে না পেয়ে সবাইকে খবর দেয়।

বিজ্ঞাপন

কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদ উজ্জামান জানান, বাসস্ট্যান্ড থেকে বাস ও চালকের সহকারী নিখোঁজের ঘটনায় একটি তথ্য পেয়েছি। প্রাথমিক অবস্থায় মালিক পক্ষ তাদের খোঁজা-খুঁজি করতেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই

চালকের সহকারী ফরিদপুর বাসস্ট্যান্ড বাস উধাও রাজমহল পরিবহণ