Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে সরকারি সার বিক্রির চেষ্টা, জব্দ করল প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৫ ২০:২৮

সরকারি সার বিক্রির সময় সার জব্দ করে প্রশাসন।

ফরিদপুর: ফরিদপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বরাদ্দকৃত সরকারি সার বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ সময় স্থানীয়রা হাতেনাতে আটক করলে চেয়াম্যানের এক সহযোগী ও ভ্যানচালক সার ফেলে পালিয়ে যান। খবর পেয়ে থানা পুলিশ ও কৃষি কর্মকর্তারা ঘটনাস্থল থেকে ৩ বস্তা ইউরিয়া সার ও ৩ বস্তা ডিএপি সার জব্দ করে নিয়ে যান।

সোমবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ৩ টার দিকে ফরিদপুর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের কানাইপুর বাজারের খুচরা সার বিক্রেতা মনোরমা এন্টারপ্রাইজের সামনে এ ঘটনা ঘটে। ওই দোকানে সারগুলো বিক্রির চেষ্টা করা হয়েছিল।

বিজ্ঞাপন

স্থানীয় বাবু সরদার নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ইউনুস নামে এক ব্যক্তি একটি ভ্যানে করে সারগুলো নিয়ে আসেন এবং মনোরমা এন্টারপ্রাইজের সন্টুর দোকানে বিক্রির চেষ্টা করেন। এ সময় দোকানদার সার কিনতে অস্বীকার করলে আমি গিয়ে দেখি সরকারি সার। এ সময় ইউনুস দৌড়ে পালিয়ে যায়। এই ইউনুসকে চেয়ারম্যানের ডানহাত হিসেবে সবাই চিনে। তার মাধ্যমে চেয়ারম্যান সার বিক্রি করছিল। পরে আমি পুলিশকে খবর দেই। পরে পুলিশ ও কৃষি কর্মকর্তারা সার নিয়ে যান।

খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি জেলা পাট অধিদফতর কর্তৃক প্রতিটি ইউনিয়নে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে কানাইপুর ইউনিয়নে ২৪০ জন কৃষকের মাঝে বিতরণের তালিকা করা হয়। সম্প্রতি বরাদ্দকৃত সার ইউনিয়ন পরিষদে পাঠানো হয়। তবে এসব সার বিতরণ করা হয়েছে কিনা সে বিষয়ে কিছুই জানেন না সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা লতিফা আক্তার।

এসব সার বিতরণের দায়িত্বরত কর্মকর্তা জেলা পাট অধিদফতরের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, গত ৬ এপ্রিল কানাইপুর ইউনিয়ন পরিষদ থেকে ২৪০ জনের মধ্যে ২০০ জনের মাঝে সার বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষকের মাঝে ৬ কেজি ইউরিয়া, ৩ টিএসপি, ৩ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। এ ছাড়া বাকি ৪০ জন কৃষক না আসায় সারগুলো পরিষদে রাখা হয়। পরবর্তীতে সঠিক তথ্যের ভিত্তিতে কৃষকদের মাঝে বিতরণ করার কথা রয়েছে। তবে এই সার বিক্রি করতে গিয়েছিল কিনা আমি সঠিক জানি না, তবে শুনেছি।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আলতাভ হুসাইন বলেন, আজ বন্ধের দিন থাকায় বলা যাচ্ছে না, আমার পরিষদের সার কিনা। চাবি সচিবের কাছে আছে। পরিষদ খুললে গোডাউন দেখে বলতে পারব।

বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কৃষি কর্মকর্তা ও প্রশাসনকে পাঠানো হয়েছে এবং সারগুলো জব্দ করে নিয়ে আসা হয়েছে। তদন্ত করে দেখা হবে এবং পরবর্তীতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই

সরকারি সার সরকারি সার বিক্রি সার জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর