Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই: সালাউদ্দিন টুকু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৫ ১৯:২৭ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৯:৩১

নববর্ষের শোভাযাত্রা

টাঙ্গাইল: বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে আনন্দ শোভাযাত্রার পরিবর্তে শুধুমাত্র শোভাযাত্রা করেছি। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ।

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে নববর্ষের শোভাযাত্রা শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, সকলে মিলে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, নৈরাজ্য মুক্ত এবং কিশোর গ্যাং মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদ দোসরদের প্রতি বিএনপি সচেতন রয়েছে এবং ব্যবস্থা নিচ্ছে।

এর আগে শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যান থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু শোভাযাত্রার নেতৃত্ব দেন। এ ছাড়া শোভাযাত্রায় জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই

নববর্ষের শোভাযাত্রা পহেলা বৈশাখ বর্ষবরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর