Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিলিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৫ ১৯:২১ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ২৩:৪২

সয়াবিন তেল। ছবি কোলাজ সারাবাংলা

ঢাকা: প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়েছেন ভোজ্যতেল মিল মালিকেরা। এখন থেকে বোতলের প্রতিলিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৮৯ টাকায়। এক সপ্তাহ দর-কষাকষি ও সরকারের সঙ্গে বৈঠকের পর এ ১৭৫ টাকা থেকে ১৪ টাকা বাড়িয়ে প্রতিলিটার সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) রাতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তবে তেলের নতুন দাম সোমবার ( ১৪ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, নতুন ঘোষণা অনুসারে পাঁচ লিটার বোতলের সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা। বোতলের তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৬৯ টাকা, যা আগে ছিল ১৫৭ টাকা।

জানা যায়, ঈদের আগে ২৭ মার্চ নতুন করে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দেন মিল মালিকরা। তখন বোতলের সয়াবিন তেলের দাম একলাফে লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা। আর খোলা সয়াবিন তেলের দাম বাড়াতে চান লিটারে ১৩ টাকা। ভোজ্যতেলের কর-সুবিধার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরদিন ১ এপ্রিল থেকে এই দর কার্যকরের ঘোষণা দেন ব্যবসায়ীরা।

ওইদিন দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা সংগঠনটি বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে লিখিতভাবে জানিয়েছিল। রমজানের আগে দাম সহনীয় রাখতে সরকার ভোজ্যতেলের ওপর যে শুল্ক-করে রেয়াত দিয়েছিল, তার মেয়াদ গত ৩১ মার্চ শেষ হওয়ায় এই দাম বাড়ার প্রস্তাব দেওয়া হয়।

এর আগে সর্বশেষ গতবছরের ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলের সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ দাম বাড়ল সয়াবিন তেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর