Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবার ফ্যাসিস্টমুক্ত বৈশাখ পালন করতে পারছি: নাহিদ ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৫ ১৬:৫৬ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৯:৫০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম – (ফাইল ছবি: সংগৃহীত)

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পহেলা বৈশাখের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বিগত সরকার। এবার প্রথম হাসিনামুক্ত ফ্যাসিস্টমুক্ত বৈশাখ পালন করতে পারছি।

আজ সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর ইস্কাটন রোডে এনসিপির পহেলা বৈশাখ আয়োজন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রের নবায়ন হোক চাই। জুলাইয়ের মধ্য দিয়ে রাষ্ট্রের নবায়ন শুরু হয়েছে। তবে রাষ্ট্র কাঠামো যদি একই থাকে তাহলে জুলাই বিপ্লব ব্যাহত হবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন ব্যক্তির পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রের পরিবর্তনের জন্য আন্দোলন। যে সংস্কার চলছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে বিচার ও সংস্কার দেখতে চাই।

নাহিদ এ সময় আরও বলেন, এনসিপি গণপরিষদ নির্বাচনের এজেন্ডা নিয়ে সামনে এগোচ্ছে। ফ্যাসিবাদের বিলোপে রাষ্ট্র সংস্কার চলমান থাকবে বলেও জানান নাহিদ।

অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেসব অবশ্যই অন্তর্বর্তী সরকার করবে। যাতে পরে যারা ক্ষমতায় আসবে, তারা যেন এই সংস্কার চালিয়ে নিতে পারেন।

সারাবাংলা/এফএন/আরএস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর