Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরোদের সুরে সুরের ধারা’র বর্ষবরণ

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৫ ১৬:৩১

রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে বর্ষবরণ

‎ঢাকা: নতুন বছরকে বরণ করে নিতে রাজধানীজুড়ে দিনভর চলছে নানা আয়োজন। রমনা, শাহবাগের পাশাপাশি রবীন্দ্র সরোবরে ইস্পাহানি-চ্যানেল আই-সুরের ধারা’র বিশেষ আয়োজন ছিল। সরোদের সুরে সুরে বরণ করা হলো নতুন বছরকে।

‎সোমবার (১৪ এপ্রিল) সকাল ৬টায় শুরু হয়ে এই আয়োজন চলে সকাল ৯টা পর্যন্ত। নতুন সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ভরে ওঠে রবীন্দ্র সরোবর প্রাঙ্গণ।

‎অনুষ্ঠানে সুরের ধারার শিল্পীরা ছিল মূল প্রাণ। পাশাপাশি গান ও নৃত্য পরিবেশন করেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা। তাদের পরিবেশনায় ফুটে ওঠে বাংলা সংস্কৃতির বৈচিত্র্য ও বহুমাত্রিকতা।

‎বেঙ্গল ফাউন্ডেশনের তিন শিল্পীর সরোদের সুরে সুরে বাংলা নতুন বছর ১৪৩২ বরণ করে নেওয়া হয়। একে একে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত, লোকগীতিসহ পঞ্চকবির গান। পরে শিশুদের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আলো আমার আলো ওগো, আলো ভুবন ভরা’ গানটি পরিবেশিত হয়।

‎সম্মিলিত শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় কাজী নজরুলের ইসলামের রচিত গান ‘প্রভাত বীণা তব বাজে’।

‎পার্বত্য অঞ্চলের ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা তাদের আঞ্চলিক ভাষায় ‘আমাদের দেশ হীরা-মানিক, সোনা, রুপায় ভরা’ গানটি পরিবেশন করেন। সেসঙ্গে ছিল, একক সংগীত, সমবেত কণ্ঠে বর্ষবরণ হয়ে ওঠে ছন্দময়।

বিজ্ঞাপন
‎ ‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো