নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত
১৪ এপ্রিল ২০২৫ ১৫:৩৮ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৮:৩১
নোয়াখালী: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ট্রাকচাপায় রেজাউল করিম (৪৭) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার সুধারাম থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইসমাইলের বাড়ির গোলাম হোসেনের ছেলে।
আটক ট্রাক চালক মো.রুবেল (৩২) ভোলা জেলার পেট মনিকা গ্রামের রফিজুল তালুকদারের ছেলে।
নিহতের স্ত্রী কহিনুর বেগম বলেন, দুপুরে সুধারাম থানার অদূরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে রেজাউল করিম গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুধারাম মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে থানায় সোপর্দ করেছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এসআর