Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত তিতুমীর কলেজ

তিতুমীর কলেজ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৫ ১৫:০৫ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৫:০৮

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে সরকারি তিতুমীর কলেজে। প্রায় ৩৫ দিনের টানা ছুটি শেষে ৬ এপ্রিল (রোববার) থেকে একাডেমিক কার্যক্রম শুরু হলেও, ১৩ এপ্রিল থেকে শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।

সকাল থেকেই শিক্ষার্থীরা দলে দলে ক্যাম্পাসে প্রবেশ করতে শুরু করে। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা তাদের উষ্ণ শুভেচ্ছায় বরণ করে নেন। দীর্ঘ বিরতির পর সশরীরে ক্লাসে অংশ নিতে পেরে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে আনন্দ ও উৎসাহের প্রাণবন্ত প্রকাশ।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, দীর্ঘ ছুটির পর আমরা আবার একত্রিত হতে পেরে খুব আনন্দিত। ক্যাম্পাসে ফিরে বন্ধুদের সঙ্গে আড্ডা, হাসি-ঠাট্টা সবকিছু যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।

বিজ্ঞাপন

বাংলা বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ঈদের ছুটি কাটিয়ে কলেজে এসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে খুব ভালো লাগছে। বাড়িতে কাটানো ঈদের মুহূর্তগুলো শেয়ার করতে পারছি, যা কখনো হাসির, কখনো বিষণ্ন। মনে হচ্ছে বহুদিন পর ফিরলাম প্রিয় ক্যাম্পাসে একটা অন্যরকম অনুভূতি। নিজেকে নতুন করে গড়ে তুলতে চাই, যাতে সামনে এগিয়ে যেতে পারি সফলতার পথে। ইনশাআল্লাহ।

বেলায়েত চত্বর, শাকিল চত্বর, শহীদ মিনার, বরকত মিলনায়তন এবং পুষ্প কাননে শিক্ষার্থীরা জড়ো হয়ে গল্পে মেতে উঠেছে। লাইব্রেরিতেও শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। প্রতিদিনই ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে।

আবাসিক হলগুলোতেও শিক্ষার্থীরা ফিরতে শুরু করেছে। ছাত্রী হলগুলোতে উপস্থিতি বেশ লক্ষণীয়। যদিও এখনো কিছু শিক্ষার্থী গ্রামের বাড়িতে অবস্থান করছে, তারা ধীরে ধীরে ফিরছে ক্যাম্পাসে। একই সঙ্গে, ক্যাম্পাসসংলগ্ন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

সারাবাংলা/এমআর/এসএইচএস
বিজ্ঞাপন

আরো