Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৫ ১৩:১৮ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৫:৪৩

দিনাজপুরের নবাবগঞ্জে মাদক ব্যবসায়ী বাবু মিয়া আটক

দিনাজপুর: জেলার নবাবগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ বাবু মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) আটককৃত বাবু মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নবাবগঞ্জ থানার এসআই মো. এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার (১৩ এপ্রিল) উপজেলার ৮ নং মাহমুদপুর ইউনিয়নের কড়াইবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বাবু মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ৫০০ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ।

তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনির চোখ ফাঁকি দিয়ে বাবু মিয়া দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। তিনি ৮ নং মাহমুদপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামের মৃত গেন্দা মিয়ার ছেলে।

নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃত বাবু মিয়াকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/আরএস

গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক দিনাজপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর