Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল সীমান্তে মদ-ফেনসিডিলসহ ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

লোকাল করসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৫ ১০:২৯

বেনাপোল: যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়েনের সদস্যরা বেনাপোল ও শার্শা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ৯ লাখ ৮২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

সোমবার (১৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। এর আগেরোববার সকাল থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়।

এসব পণ্যের মধ্যে রয়েছে বিদেশি মদ, ফেনসিডিল, গাঁজা, বাইসাইকেল, ইউরিয়া সার, শাড়ি, কম্বল, বিভিন্ন খাদ্যদ্রব্য, তৈরি পোশাক ও কসমেটিকস। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবির চৌকস টহলদল বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমড়াখালি চেকপোস্ট, আন্দুলিয়া ও শিকারপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মূল্য ৯ লাখ ৮২ হাজার টাকা।

সারাবাংলা/এসআর