Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৫ ১০:১৭

বান্দরবানে আনন্দ শোভাযাত্রা

বান্দরবান: বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে বান্দরবানে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় মারমা, ম্রো, চাকমা, খুমি ত্রিপুরা, পাঙখুয়া, বম, জনগোষ্ঠীসহ ১১টি জাতিগোষ্ঠী অংশ নিয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ঐতিহ্যবাহী বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠি সাংস্কৃতিক মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

আনন্দ শুভাযাত্রা ও অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শামীম আরা রিনি,পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাউছার। এছাড়াও বিভিন্ন জাতীগোষ্ঠী,সাংস্কৃতিক দলসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিন পার্বত্য জেলায় পাহাড়ি পল্লিগুলোতে গতকাল থেকে নববর্ষকে ঘিরে নিজেদের মতো করে পাহাড় জুড়ে বিজু, বৈসুক ও সাংগ্রাই, উৎসবের আমেজে ব্যস্ত।

সারাবাংলা/এসআর

আনন্দ শোভাযাত্রা বর্ষবরণ বান্দরবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর