খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
১৪ এপ্রিল ২০২৫ ০০:১৫
খুলনা: খুলনায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন।
রোববার (১৩ এপ্রিল) বিকেল সোয়া ৫ টার দিকে নগরীর হরিণটানা থানাধীন রায়ের মহল মল্লিক বাড়ি মেলার মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম ছোট বয়রা শ্মশানঘাট ইসলামিয়া কলেজ রোডের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে।
জানা গেছে, বিকেল সোয়া ৫ টার দিকে একটি ট্রাক বয়রা থেকে মোস্তর মোড়ের দিকে যাচ্ছিল। এ সময়ে পেছনে থাকা একটি মোটরসাইকেল চালক যাত্রীসহ একই দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি ট্রাকের পাশ কাটিয়ে সামনের দিকে যেতে গিয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে গেলে চালকসহ যাত্রী ট্রাকের নিচে চলে যায়। ট্রাকটি মো. সাইফুল ইসলামের বুকের একপাশ দিয়ে উঠে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাসার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহটি খুমেক হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
সারাবাংলা/পিটিএম