মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন নির্বাচন কর্মকর্তারা
১৩ এপ্রিল ২০২৫ ২০:৫০ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ০০:০৯
ঢাকা: জেলা ও বিভাগীয় পর্যায়ের আইনশৃঙ্খলা কোর কমিটিতে নির্বাচন কর্মকর্তাদের যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে মাঠপর্যায়ে নির্বাচনকালীন সময়ে পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর হবে।
ইতিমধ্যে, মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মো. মামুন এ সংক্রান্ত একটি নির্দেশনা সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে পাঠিয়েছেন। রোববার (১৩ এপ্রিল) এ তথ্য জানা গেছে।
এ অনুলিপি নির্বাচন কমিশনকেও দেওয়া হয়েছে। এর আগে, নির্বাচন কমিশন থেকে সরকারকে মাঠ পর্যায়ের ওই কমিটিতে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিভাগীয় কমিশন ও জেলা প্রশাসকদের পাঠানো নির্দেশনায় মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং এতদ্সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ের জন্য বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারকে সভাপতি এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসককে সভাপতি করে কোর কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রমের সুষ্ঠু সমন্বয়ের স্বার্থে বিভাগ ও জেলা পর্যায়ে গঠিত আইনশৃঙ্খলা কোর কমিটিতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অন্তর্ভুক্তিকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ করা হয়।
সারাবাংলা/এনএল/এনজে