Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিডনিতে জগন্নাথ হল অ‍্যালামনাই এসোসিয়েশনের বর্ষবরণ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ২০:২৯ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ২০:৩২

ঢাকা: অস্ট্রেলিয়ায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাবেক শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এবারের বর্ষবরণের অনুষ্ঠানটি উৎযাপন করেছে।

শনিবার (১২ এপ্রিল) সিডনির প‍্যারামাটা পার্কের নয়নাভিরাম পরিবেশে যথারীতি মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় এবারের বর্ষবরণ। এ সময় অধিকাংশ মানুষই বাঙালির চিরাচরিত পোশাক পরিধান করে, বৈশাখীর গান গেয়ে এবং ব্যানার-ফ্যাস্টুন ও বাংলাদেশের পতাকা বহন করে।

অনুষ্ঠানে অতিথি ছিলেন অস্ট্রেলিয়া সরকারের ফেডারেল মন্ত্রী ক্রিস বোয়েন, আসন্ন নির্বাচনে প‍্যারামাটা আসনের লিবারেল পদপ্রার্থী ক‍্যাটি মুলেনস এবং কাউন্সিলর সুমন সাহা।

বিজ্ঞাপন

বাংলা নববর্ষের অনুষ্ঠানে মানুষের আগ্রহ ও উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো। অনেকেই প্রিয়জন, বন্ধু-বান্ধব ও অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এছাড়া, হরেক রকমের বাঙালি খাবারের আয়োজন করা হয়। খাবারের পাশাপাশি শিশুদের জন‍্য মজার খেলার আয়োজন করা হয়। জগন্নাথ হলের প্রাক্তন ও তাদের স্ত্রীদের জন‍্যও ছিল ফান গেম।

এবারের বর্ষবরণের অনুষ্ঠান সম্পর্কে জগন্নাথ হল অ‍্যালুমনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির শ্রেষ্ঠ উৎসব। সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ এই অনুষ্ঠানটিকে সর্বাত্মক সফল করার জন‍্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এ জন‍্য সকলকে আন্তরিক ধন্যবাদ।’

সারাবাংলা/এমএইচ/এসআর