Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুইদিন ব্যাপী গ্রিন ক্যাম্পাস কর্মশালা ও কার্যক্রম চলবে ঢাবিতে

ঢাবি করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ২০:০৯ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ২০:১২

আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাস রুমে আয়োজিত সংবাদ সম্মেলন।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ১৫ এবং ১৯ এপ্রিল ক্যাম্পাস গঠনের লক্ষ্যে কর্মশালা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে।

রোববার (১৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাস রুমে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান ঢাবি প্রোভিসি প্রফেসর ড. মামুন আহমেদ। এ সময় ঢাবির ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক রেদোয়ান আহমেদ ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক আল মুজাদ্দেদী আলফেছানী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউএনআইডিও) এর কারিগরি সহায়তায় পরিবেশ অধিদফতর (ডিওই) কর্তৃক বাস্তবায়নাধীন ‘টেকসই প্লাস্টিক ব্যবহার এবং জলজ দূষণ প্রতিরোধ’ শীর্ষক একটি সমন্বিত কর্মপ্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহযোগিতা প্রদান করছে ‘ঢাকা রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাস’। এই প্রকল্পের চারটি প্রধান কার্যক্রমের অন্যতম হলো কমিউনিটি পর্যায়ে পরিছন্নতা অভিযান পরিচালনা আগামী ১৫ এপ্রিল ঢাবি, বুয়েট ও মেডিকেল কলেজের হলগুলো থেকে ১৫-২৫ জনের দল নিয়ে সর্বমোট প্রায় ৩৫০ জন এই কর্মশালায় অংশগ্রহণ করবেন। ১৯ তারিখ সরাসরি মাঠ পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

উক্ত দিনব্যাপী কর্মশালায় শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে কিভাবে প্লাস্টিক বর্জ্য এবং পরিবেশকে আরও সুন্দর রাখা যায় সে ব্যাপারে শিখতে পারবে এবং কর্মশালা শেষে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে।

সারাবাংলা/এআইএন/এনজে

গ্রিন ক্যাম্পাস কর্মশালা ঢা‌বি