Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা বিশ্ববিদ্যালয়ে ঘুড়ি উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ২০:০০ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ২০:০১

চৈত্র সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত ঘুড়ি উৎসব।

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) চৈত্র সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল ঘুড়ি উৎসব।

রোববার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ঘুড়ি উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় ছিল- ঐতিহ্যবাহী বাঙালি খেলা, ঘুড়ি উৎসব, আল্পনা উৎসব, পুতুল নাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, চৈত্র সংক্রান্তি বাঙালির একটি চিরায়ত উৎসব, যা প্রজন্ম থেকে প্রজন্মে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে প্রবাহিত হয়ে আসছে। ঘুড়ি উৎসব সেই ঐতিহ্যেরই রঙিন প্রতিফলন। এ ধরনের আয়োজন শুধু বিনোদনের নয়, আমাদের ইতিহাস-ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে যুক্ত থাকার একটি গুরুত্বপূর্ণ উপায়। বিশ্ববিদ্যালয় শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চার ক্ষেত্র হিসেবেও এমন আয়োজনগুলো কার্যকর ভূমিকা রাখে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক ড. তারেক বিন সালাম, নীপা অধিকারীসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

ঘুড়ি উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আকাশজুড়ে উড়তে দেখা যায় নানা রঙ ও আকৃতির ঘুড়ি- প্রজাপতি, সাপ, চিল, ঈগল ও মাছ আকৃতির ঘুড়িগুলো ছিল বিশেষ আকর্ষণ। উৎসবমুখর পরিবেশে ঘুড়ির সঙ্গে তাল মিলিয়ে বাজানো হয় ঢাক-ঢোল ও লোকজ সংগীত, যা শিক্ষার্থীদের আনন্দে ভরিয়ে তোলে।

বিজ্ঞাপন

এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা একদিকে যেমন চৈত্র সংক্রান্তির ঐতিহ্যকে রঙে-রূপে ধারণ করে, অন্যদিকে নতুন বাংলা বছরকে স্বাগত জানায় প্রাণখোলা আনন্দে।

সারাবাংলা/এনজে

খুবি ঘুড়ি উৎসব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর