সুনামগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
১৩ এপ্রিল ২০২৫ ১৯:০৮ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ২৩:০৫
সুনামগঞ্জ: সুনামগঞ্জে ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে সাফায়েত (৬) ও মীম আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হিজলা গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু সাফায়েত হিজলা গ্রামের শাহীন মিয়ার ছেলে ও মীম জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের মামুন মিয়া মেয়ে। তারা মামা-ফুফাতো ভাই-বোন।
মীমের মা ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মীম গ্রামে মামা শাহীনের বাড়িতে নানীর সঙ্গে থাকতো। সকালে মীম ও মামাতো ভাই সাফায়েত বাড়ির সামনে খেলাধুলা করছিল। খেলাধুলার ফাঁকে সবার অজান্তে বাড়ির সামনে ডোবার পানিতে ডুবে মারা যায়।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এসআর