Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী পুলিশ হেফাজতে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১৮:৪৭

রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী।

ঢাকা: রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরীকে জিজ্ঞাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
রোববার (১৩ এপ্রিল) রাঙামাটি পুলিশ সুপার কার্যালয় থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

জানা যায়, পুলিশের একটি টিম এরই মধ্যে তাকে নিয়ে রাজধানীর উদ্দেশে রওনা দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ সাংবাদিকদের বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাকে ডেকেছে। তিনি ঢাকায় যাচ্ছেন। আমরা তাকে পৌঁছে দিচ্ছি।’

প্রসঙ্গত, অনির্বাণ চৌধুরী ৩০তম বিসিএসের (পুলিশ ক্যাডার) মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরি জীবন শুরু করেন। ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নরসিংদী জেলা পুলিশে যোগ দেন।

গত বছরের জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তিনি নরসিংদীতে কর্মরত ছিলেন। পরে গত বছরের ৭ অক্টোবর তিনি রাঙামাটি জেলা পুলিশে যোগ দেন। বর্তমানে তিনি রাঙামাটিতে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হিসেবে কর্মরত রয়েছেন।

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ

রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী