Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহিষ লুটের মামলায় বিএনপির ১১ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১৭:৪২ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৮:৩৬

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে জিম্মি ও রাখালদের মারধর করে ৪১টি মহিষ লুটের মামলায় বিএনপি নেতা সাইদুর রহমানসহ ১১জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৩ এপ্রিল) কুষ্টিয়া আদালতে হাজির হয়ে জামিন চাইলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তফা পারভেজ।

কারাগারে পাঠানো সাইদুর রহমান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও মরিচা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। অন্য আসামিরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচার বৈরাগীরচর এলাকার বাসিন্দা পলাশ, জাকির, বকুল, অভিক, বক্কর, মোজাফফর, হানা, তককুল, তুহিন ও শাহিনুর। তারা সবাই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

আদালত সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি উপজেলার বৈরাগীরচর গ্রামের পদ্মার চরে সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের নেতৃত্বে অস্ত্রের মুখে সাইদ মণ্ডলের মহিষের খামার থেকে ৪১টি মহিষ লুট করা হয়। এ সময় খামারের রাখাল মাজদার আলী (৫০), কামাল হোসেন (৩৫) ও সৈকতকে (৩৫) মারধর করে আটকে রাখেন। পরে দৌলতপুর থানা-পুলিশ তাদের উদ্ধার করে। তবে মহিষগুলো উদ্ধার করা সম্ভব হয়নি, যার মূল্য প্রায় ১ কোটি ৯ লাখ টাকা।

ঘটনার পর খামারের মালিক সাইদের স্ত্রী তমা খাতুন গত ১৪ ফেব্রুয়ারি দৌলতপুর থানায় ১৪ জনের নাম উল্লেখ ও ১০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, মহিষ লুটের মামলায় ১১ আসামি আদালতে আত্মসমর্পণ করেন। তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন আদালত।

সারাবাংলা/এসআর

কুষ্টিয়া বিএনপি নেতা কারাগারে মহিষ লুট লুটের মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর