‘মডেল মেঘনা আলমের গ্রেফতার সঠিক প্রক্রিয়ায় হয়নি’
১৩ এপ্রিল ২০২৫ ১৭:১৩ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৮:৩৬
ঢাকা: আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মডেল মেঘনা আলমের গ্রেফতার সঠিক প্রক্রিয়ায় হয়নি। তিনি বলেছেন, তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিটেনশন দিয়েছিল। এটা নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে। আমরা সরকারের উচ্চ পর্যায়ে মিটিং করেছি। এ বিষয়ে বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান ও অন্যদের বক্তব্যের বিষয়ে সচেতন আছি।
রোববার (১৩ এপ্রিল) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিং এ একথা বলেন আইন উপদেষ্টা।
অাইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘মেঘনা আলমের বিষয়ে কিছু তদন্ত পুলিশ করছে। তার বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাকে বিশেষ ক্ষমতা আইনে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে, সেটা সঠিক হয়নি। তার যদি কোনো অপরাধ থাকে তাহলে সেই অপরাধের পরিপ্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।’
সৌদি রাষ্ট্রদূতসংক্রান্ত প্রশ্ন করা হলে আইন উপদেষ্টা বলেন, ‘এ নিয়ে কোনো আলোচনা হয়নি।’ ওই ঘটনার রেশ সৌদি শ্রমবাজারে পড়বে কি না? এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘দেশটিতে আমাদের শ্রমবার উন্মুক্ত আছে। এটি আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার এবং সেখানে শুধু জনশক্তি রফতানিই হচ্ছে না, হজের কারণেও দেশটি অনেক গুরুত্বপূর্ন।’ উন্নয়ন সহযোগী সৌদি আরবে এ কারণে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি।
উল্লেখ্য, ‘মিস আর্থ বাংলাদেশ-২০২০’ বিজয়ী মডেল মেঘনা আলম। পুলিশ আটক তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। আদালত তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেন।
এদিকে তার আটকাদেশ কেন অবৈধ হবে না? তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে মামলার বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রোববার বিচারপতি আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
সারাবাংলা/জেআর/পিটিএম