Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহপাঠীদের দাবি
আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুন দেওয়া ছেলেটি ছাত্রলীগ কর্মী

ঢাবি করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১৭:০৪ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৮:১৫

আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুন দেওয়া ছেলেটিকে চিহ্নিত করেছেন শিক্ষার্থীরা। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুন দেওয়া ছেলেটিকে চিহ্নিত করেছেন ঢাবির আরবি বিভাগের শিক্ষার্থীরা। তাদের দাবি, রবিউল ইসলাম রাকিব নামে ওই ছেলেটি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী ও তাদের বিভাগের শিক্ষার্থী।

রোববার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন দেওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়লে এমনটাই দাবি করেন শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, রবিউল ইসলাম রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী। গত ৫ আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের আগে থাকতেন মাস্টারদা সূর্যসেন হলে। তখন তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী ছিলেন।

এ বিষয়ে আরবি বিভাগের শিক্ষার্থী শরীফ আহমেদ বলেন, ‘আমরা সবাই তাকে খালি চোখে চিনতে পেরেছি। সে কয়েকদিন আগে ’৭১ হলের সামনে এসে ছাত্রলীগের স্লোগান দিয়ে গেছে এবং প্রকাশ্যে পোস্ট করেছে। সর্বশেষ সে শেখ হাসিনার স্বৈরাচারি প্রতিকৃতিটিতে আগুন লাগিয়ে দেয় রাতের আঁধারে। তার ফেসবুক কমেন্ট ও পোস্ট এখনও মারাত্মক লেভেলের আক্রমণাত্মক। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।’

অভিযোগের বিষয়ে জানতে রবিউল ইসলাম রাকিবকে একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

তবে অভিযোগের বিষয়ে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ‘আমরা বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখছি। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। এখন তদন্ত চলছে।’

সারাবাংলা/এআইএন/পিটিএম

আগুন ছাত্রলীগ কর্মী টপ নিউজ মোটিফ

বিজ্ঞাপন

১ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি
২২ এপ্রিল ২০২৫ ১৯:২৩

আরো

সম্পর্কিত খবর