Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গল শোভাযাত্রার নাম বদলের ব্যাখ্যা চান চারুকলার শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১৭:০১ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৭:৩৬

চারুকলার শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন।

ঢাকা: ইউনেস্কো স্বীকৃত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। তারা বলছেন, শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে কর্তৃপক্ষ একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে, এটা তারা মেনে নিবেন না।

রোববার (১৩ এপ্রিল) চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের অবস্থান স্পষ্ট করেন। বিভিন্ন ব্যাচের বহু শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে প্রিন্ট মেকিং বিভাগের শিক্ষার্থী জাহারা নাজিফা বলেন, ‘ঐতিহ্যগতভাবে মঙ্গল শোভাযাত্রা চারুকলার শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে আয়োজিত হয়। এরইমধ্যে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে। এবারও বৈশাখ শেকলমুক্ত নয়। আমরা মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত সমর্থন করি না। এটি নেওয়া হয়েছে আমাদের মতামত ছাড়াই।’

তিনি আরও বলেন, ‘১৯৮৯ সাল থেকে আমরা এ শোভাযাত্রা আয়োজন করে আসছি। এটি শুধু উৎসব নয়, সাংস্কৃতিক প্রতিরোধের একটি প্রতীক। এখন এই আয়োজনের ওপর রাষ্ট্রীয় হস্তক্ষেপ হচ্ছে, আমরা এর বিরোধিতা করছি।’

শিক্ষার্থীরা একইসঙ্গে শোভাযাত্রার প্রস্তুতির সময় চারুকলায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া দুটি মোটিফের ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের শাস্তির দাবি জানান। তারা জানান, ফ্যাসিস্ট চরিত্রের একটি প্রতিকৃতি এবং আরও একটি মোটিফ রাতের আঁধারে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। সিসিটিভি ফুটেজে মাস্ক পরা এক যুবককে আগুন দিয়ে পালিয়ে যেতে দেখা গেছে।

এর আগে ১১ এপ্রিল (শুক্রবার) চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ এক সংবাদ সম্মেলনে জানান, এবারের শোভাযাত্রার নাম হবে ‘বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা’।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৬ সালে ইউনেস্কো ‘মঙ্গল শোভাযাত্রা’কে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ হিসেবে স্বীকৃতি দেয়। সেই সাংস্কৃতিক ঐতিহ্যের নাম পরিবর্তনের সিদ্ধান্তকে অনেকেই দেখছেন রাজনৈতিক ও মতাদর্শিক প্রভাবের বহিঃপ্রকাশ হিসেবে।

সারাবাংলা/এফএন/এনজে

চারুকলা নাম পরিবর্তন মঙ্গল শোভাযাত্রা শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর