Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর চিপস তৈরির অভিযোগে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১৬:৪৮

পটেটো চিপস কারখানায় অভিযান চলাকালে।

সিরাজগঞ্জ: বিষাক্ত রাসায়নিক রঙ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চিপস তৈরির অভিযোগে সিরাজগঞ্জের এস এম মদিনা পটেটো চিপস কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের রামগাঁতি এলাকায় অবস্থিত মদিনা পটেটো চিপস কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু। এ সময় নিরাপদ খাদ্য অফিসার মো. আতিকুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ সময় আফিফান নজমু বলেন, ‘প্রতিষ্ঠানটি আলুর বদলে চিপস তৈরিতে ব্যবহার করছে ময়দা। এছাড়া চিপসে বিষাক্ত কেমিক্যাল ও রঙ ব্যবহার করে তা অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছিল। ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৪১ ধারা অনুযায়ী, এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং ভেজাল বা ক্ষতিকর খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

জানা যায়, বিএনপি নেতা একাব্বার আলী আকবর বিএসটিআই’র অনুমোদন ছাড়াই ২০১৯ সালে সদর উপজেলার বনবাড়িয়ার রামগাতিস্থ এস. এস. মদিনা পটেটো চিপস্ কারখানা স্থাপন করে দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে ও ক্ষতিকারক রঙ মিশিয়ে তৈরি করছে নিম্নমানের চিপস।

এ কারখানার কর্মরতদের শ্রমিকদের নেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। কারখানার খোলা আকাশের নিচে নানা রঙের চিপস রোদে শুকাতে দেওয়া হয়েছে। চারদিক থেকে ধুলোবালি, পোকামাকড় ও পাখি এসে খাচ্ছে এবং মলমূত্র ত্যাগ করছে। দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার হচ্ছে চিপস তৈরিতে। চিপস তৈরির মেশিনের নিচেও দেখা যায় স্যাঁতস্যাঁতে পরিবেশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

চিপস কারখানায় অভিযান জরিমানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর