Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ পুনর্বহাল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১৬:৩৯ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৭:৪৯

বাংলাদেশি পাসপোর্ট। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের পাসপোর্টে পুনরায় ‘এক্সসেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল বাদে) শব্দ দু’টি পুনর্বহাল করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ বলেন, “পাসপোর্টে নতুন করে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ বিষয়টি বহাল করা হয়েছে। এ নিয়ে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।”

বিজ্ঞাপন

আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত।

তবে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালে দেশে নতুন ই-পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়। এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি।

সারাবাংলা/ইউজে/পিটিএম

এক্সসেপ্ট ইসরায়েল পুনর্বহাল বাংলাদেশি পাসপোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর