Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ সংস্কারের প্রশংসা করলেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ১৯:০৩ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ২১:৩২

তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একেনসির সঙ্গে সাক্ষাৎ করেছেন উপদেষ্টা মো. মাহফুজ আলম।

ঢাকা: বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমের প্রশংসা করেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একেনসি। এ সময় তিনি বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

শনিবার (১২ এপ্রিল) তুরস্কে ‘আন্টালিয়া কূটনীতি ফোরাম, ২০২৫’-এর সাইডলাইনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ প্রশংসা করেন। এ সময় উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখতে তুরস্কের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে

সাক্ষাতে তুরস্ক ও বাংলাদেশের কূটনৈতিক ও স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

তুরস্ক ও বাংলাদেশের বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ দুই দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। সাক্ষাতে উপদেষ্টা তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ সরকারের আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/জেআর/এমপি
বিজ্ঞাপন

মেঘনা গ্রুপে কাজের সুযোগ
১৮ ডিসেম্বর ২০২৫ ১০:০৫

আরো