Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্চ ফর গাজা সফল করায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন ফয়জুল করীম

স্পেশাল করেপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ১৮:০৪ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ২১:৩২

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ফাওজুল কবীর।

ঢাকা: মার্চ ফর গাজা সফল করায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘প্রচণ্ড গরম উপেক্ষা করে মানুষ যেভাবে গাজাবাসীর প্রতি সংহত প্রকাশ করেছে, পাশে দাঁড়ানোর অঙ্গিকার পুনর্ব্যক্ত করেছে, তা একটি মাইলফলক হয়ে থাকবে। এই ‘মার্চ ফর গাজা’ বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গাজা ও ফিলিস্তিনবাসীর প্রতি অবিরাম সমর্থন ও ভালোবাসার সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আজকের আয়োজন থেকে বর্তমান সরকারের এটা অনুধাবন করা উচিত যে, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের জন্য কী পরিমাণ আবেগ ও উদ্বেগ ধারণ করে, এটা অনুধাবন করে আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রতিফলন ঘটানো। মুসলিম বিশ্বকে একত্রিত করা, ইসরায়েলের নিপীড়ন বন্ধ করতে মুসলিম উম্মাহকে জাগরুক করার দায়িত্ব বাংলাদেশ সরকারের।’

মার্চ ফর গাজার উদ্যোক্তা, আয়োজনে যারা শ্রম, মেধা, অর্থ ব্যয় করেছেন তাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেছেন এবং যারা কষ্ট করে অংশম নিয়েছেন তাদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সৈয়দ মুহাম্দ ফয়জুল করীম। একই সাথে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য দোয়া ও তাদের মুক্তির জন্য সকল প্রচেষ্টা অব্যহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সারাবাংলা/এজেড/এমপি
বিজ্ঞাপন

আপনার ফোনটি কি বৈধ নাকি অবৈধ?
১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:১৩

মালয়েশিয়ায় ৭২ বাংলাদেশি আটক
১৮ ডিসেম্বর ২০২৫ ১২:৩৪

আরো