মোংলায় হরিণের চামড়া-মাংস জব্দ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ১৭:৫৯
১২ এপ্রিল ২০২৫ ১৭:৫৯
বাগেরহাট: জেলার মোংলার জয়মনির ঘোলের বালুর মাঠ হতে হরিণের চামড়া, মাংস ও একটি নৌকা জব্দ করেছে কোস্টগার্ড।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে হরিণের মাংস, চামড়া ও একটি নৌকা জব্দ করে।
লেফটেন্যান্ট মাহবুব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি হরিণের চামড়াসহ ২৪ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। এসময় শিকারের কাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে জব্দকৃত হরিণের চামড়া, মাংস ও নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নন্দবালা ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোষ্টগার্ড কর্মকর্তা।
সারাবাংলা/এসআর