ইমাম-খতিবদের কথা বলতে হবে: ধর্ম উপদেষ্টা
১২ এপ্রিল ২০২৫ ১৭:২৩ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ২০:১১
চট্টগ্রাম ব্যুরো: যৌতুক প্রথা বন্ধে ইমাম-খতিবদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
শনিবার (১২ এপ্রিল) সকালে চট্টগ্রাম নগরীতে মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপদেষ্টা এ আহ্বান জানান। নগরীর এলজিইডি ভবনের প্রয়াত কামরুল ইসলাম সিদ্দিকী মিলনায়তনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরাম এ সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘বিভিন্ন ফোরামে ইমাম-খতিবদের কথা বলার সুযোগ আছে। সেটাকে অবশ্যই কাজে লাগাতে হবে। আমরা সবাই জানি, যৌতুক দেওয়া-নেওয়া অপরাধ। যৌতুক সমাজের অভিশাপ। কিন্তু শুধু শ্লোগান, ব্যানার, ফেস্টুন দিয়ে যৌতুক বন্ধে কাঙ্খিত ফল পাওয়া যাবে না। যৌতুক নিরুৎসাহিত করতে ইমাম-খতিবদের কথা বলতে হবে।’
বিয়ে নিবন্ধন নিয়ে অনিয়মের অভিযোগ করে তিনি বলেন, ‘বিয়ে নিবন্ধনের সময় কাজী ও সহকারীরা অনেক সময় সরকারি বিধান মানেন না। তারা অতিরিক্ত ফি আদায় করেন। এটা বন্ধ করতে হবে। ফি আদায়ের রশিদ দিতে হবে।’
ধর্ম উপদেষ্টা বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামকে রাজনীতির ঊর্ধ্বে রাখার অনুরোধ করেন।
এছাড়া উপদেষ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ‘অল্পদিনের মধ্যে’ ছয় লেনে উন্নীত হবে বলে আশ্বাস দেন।
আয়োজক সংগঠনের সভাপতি কাজী ছৈয়দ মুহাম্মদ আবু ছাঈদের সভাপতিত্বে সভায় চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী বক্তব্য রাখেন।
সভায় ফোরামের নেতারা বাল্যবিয়ে বন্ধে কনের স্থায়ী ঠিকানায় কাজী অফিসে বিয়ে নিবন্ধন এবং এর ফি তিনভাগে ভাগ করার জন্য সংস্কার কমিশনের সুপারিশ বাতিল এবং বিয়ের জন্য বরের বয়স ২০ ও কনের বয়স ১৬ করার দাবি তোলেন। উপদেষ্টা এসব দাবি সরকারের ঊর্ধ্বতন
মহলে তোলার আশ্বাস দেন।
সারাবাংলা/আরডি/এসআর
আ ফ ম খালিদ হোসেন ইমাম-খতিব চট্টগ্রাম দায়িত্বশীল ভূমিকা ধর্ম উপদেষ্টা