Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজু উৎসবের সংবাদ সংগ্রহে স্থানীয় সাংবাদিকদের বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ১৫:২৫ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৫:২৯

অজ্ঞাতদের টানিয়ে দেওয়া ব্যানার। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে সাংবাদিকদের ফুল বিজুর অনুষ্ঠানের ছবি তুলতে বাঁধা দিয়েছে অজ্ঞাতনামা লোকজন। তারা শহরের খবং পুড়িয়া ও নারানখাইয়া এলাকায় সাংবাদিকদের বাধা দেয়। ফুল বিঝুর মূল অনুষ্ঠানে ছবি না তোলার জন্য অজ্ঞাতনামা লোকজন বিভিন্ন স্থানে ব্যানার টাঙ্গিয়ে দেয় এবং কাউকে ভিতরে ঢুকতে দেয়নি তারা।

টানিয়ে দেওয়া বিভিন্ন ব্যানারে দু:খের সময় পাশে নাই, সুখের বেলায় আছি ভাই, এসব বায়াসড কাভারেজে আমরা থুথু দিতে চাই, ইংরেজিতে লেখা ছিল ‘Journalists Not Allowed’।

বিজ্ঞাপন

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচায্য বলেন খাগড়্ছড়িতে এই প্রথম এই ধরণের ব্যানার দিয়ে সংবাদকর্মীদের সবচেয়ে বড় উৎসবের খবর প্রচারে বাধা দেওয়া হলো। যা কোনো ভাবেই কাম্য নয়। সাংবাদিকেরা সকল মানুষের কৃষ্টি, সংস্কৃতির ও অন্যান্য আচার-আচরণ ও বিধির প্রতি শ্রদ্ধাশীল। প্রকৃত সত্য উদঘাটনে সাংবাদিকদের সহযোগিতা করা উচিত।

খাগড়াছড়ির এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হলেও বাধা দেয়ার দায়-ভার কেউ নেয়নি।

সারাবাংলা/এনজে

বাধা বিজু উৎসব সংবাদ সংগ্রহ সাংবাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর