Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় বিএনপির সমাবেশে অসুস্থ হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ২৩:০৪

ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম দিদার

খুলনা: ইজরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিএনপি নেতা শেখ দিদারুল ইসলাম দিদার।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরীর শিববাড়ী মোড়ে এই ঘটনা ঘটেছে।

তিনি খুলনা জেলা ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান।

জানা যায়, ডুমুরিয়া থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সঙ্গে ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার দলীয় কর্মসূচিতে এসেছিলেন। মঞ্চের ডান পাশে জনতার কাঁতারে থেকে নেতাদের বক্তৃতা শুনছিলেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান ও খর্নিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ দিদারুল হোসেন দিদারের নামাজে জানাজা
শুক্রবার (১১ এপ্রিল) সকাল সা‌ড়ে ১০ টায় রানাই মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এইচআই

ইউপি চেয়ারম্যানের মৃত্যু খুলনা বিএনপির সমাবেশ মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর