Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ২১:১৪ | আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ০০:০৭

ঢাকা: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে প্রার্থীদের চলমান আন্দোলনের মাঝেই রুটিন প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। আগামী ৮ মে থেকে পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্ম-সচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়।

সূচি অনুযায়ী, প্রথম দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১০০ নম্বরের বাংলা (০০১) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৯ মে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (০১০) বিষয়ের তিন ঘণ্টাব্যাপী পরীক্ষার মাধ্যমে আবশ্যিক বিষয়গুলোর লিখিত পরীক্ষা শেষ হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবশ্যিক ও পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ হবে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে রয়েছেন বিসিএস চাকরিপ্রার্থী।

সারাবাংলা/এনএল/এইচআই

৪৬তম বিসিএস পিএসসি রুটিন প্রকাশ লিখিত পরীক্ষার রুটিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর