টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন পার্বত্য জেলার কর্মজীবীরা
১০ এপ্রিল ২০২৫ ১৮:৩৬ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৮:৩৯
ঢাকা: সাপ্তাহিক দুইদিন মিলিয়ে টানা চার দিনের ছুটি পাচ্ছেন দেশের তিন পার্বত্য জেলার কর্মজীবীরা। শুক্র ও শনিবারের সঙ্গে রোববার নির্বাহী আদেশে পাওয়া ছুটি আর সোমবার বাংলা বর্ষবরণ মিলিয়ে চারদিনের ছুটি শেষ হবে সোমবার (১৪ এপ্রিল) শেষ হবে। মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে যথানিয়মে অফিস শুরু হবে।
বাংলা বর্ষপুঞ্জি অনুযায়ী রোববার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তি। এ উপলক্ষ্যে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে সাধারন ছুটি ঘোষণা করেছে সরকার। গত ২৭ মার্চ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, ছুটিকালীন রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলার সকল সরকারি আধা সরকারি এবং স্বায়ত্বশাসিত, আধা স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। এরপরের দিন বাংলা বর্ষবরণ পহেলা বৈশাখ। এ উপলক্ষ্যে আগে থেকেই সরকারি ছুটি রয়েছে।
এদিকে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এক নির্দেশনায় দেশের ওই তিন পার্বত্য জেলায় অবস্থিত তফসিলি ব্যাংকের সকল শাখা ও উপশাখা আগামী ১৩ এপ্রিল বন্ধ থাকবে।
সারাবাংলা/জেআর/এমপি