Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভার‌তের সঙ্গে সংঘা‌তের কোনো সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ১৭:০৩ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৮:০৪

সুনামগঞ্জে স্বরাষ্ট্র উপ‌দেষ্টা লে. জেনা‌রেল জাহাঙ্গীর আলম চৌধুরী

সুনামগঞ্জ: স্বরাষ্ট্র উপ‌দেষ্টা লে. জেনা‌রেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভার‌তের সঙ্গে আমা‌দের দে‌শের সংঘা‌তের কোনো সম্ভাবনা নেই। ভার‌তে পা‌লি‌য়ে থাকা আওয়ামী লী‌গের যে নেতাকর্মীরা রয়েছে তাদের ফি‌রি‌য়ে আনার বিষ‌য়ে একটা চু‌ক্তি হয়েছে। আমরা তা‌দের ফি‌রি‌য়ে আনার চেষ্টা কর‌ছি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শা‌ন্তিগঞ্জ থানা পরিদর্শন শে‌ষে তিনি এসব কথা ব‌লেন।

তি‌নি ব‌লেন, দে‌শের আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি আগের চে‌য়ে অনেক ভা‌লো আছে। এখ‌নো বি‌ভিন্ন থানার বেশ কিছু অস্ত্র উদ্ধা‌রের কাজ চল‌ছে। এসব উদ্ধার হ‌য়ে গে‌লে পু‌লি‌শের কার্যক্রম আরও বেগবান হ‌বে।

এ সময় আরও উপস্থিত ছিলেন— সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জ ডি আইজি মো. মুশফেকুর রহমান, জেলা প্রশাসক সুনামগঞ্জ ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

সারাবাংলা/এইচআই

ভারত ভার‌তের সঙ্গে সংঘা‌ত লে. জেনা‌রেল জাহাঙ্গীর আলম চৌধুরী সুনামগঞ্জ স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর