বায়ুদূষণের শীর্ষে দিল্লি, সহনীয় ঢাকার বাতাস
১০ এপ্রিল ২০২৫ ১০:১৪ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৩:০৮
ঢাকা: বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। তবে সেদিক থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থা উন্নতির দিকে। দিল্লি যেখানে ১৯২ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে, সেখানে ৭১ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ৪০ নম্বরে। গত কয়েকদিনে ঢাকার বাতাসের মানে উন্নতি হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ ঢাকার বাতাসের মান সহনীয় পর্যায়ে আছে।
যদিও বুধবার (৯ এপ্রিল) ছিল ৫৮ নম্বরে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তথ্য দিয়েছে।
সংস্থাটির তথ্যানুযায়ী, দিল্লি ও ঢাকা ছাড়াও তালিকার দ্বিতীয় স্থানে ১৭৩ স্কোর নিয়ে রয়েছে পাকিস্তানের শহর লাহোরের নাম। তৃতীয় ১৭১ স্কোর নিয়ে হ্যানয়, চতুর্থ চীনের বেইজিং, পঞ্চম স্থানে দেশটির আরেকটি শহর সাংহাই, ষষ্ঠ স্থানে থাইল্যান্ডের চ্যাংমাই।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয় সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১৬০ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সারাবাংলা/জেআর/এনজে