Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামরাঙ্গীর চরে গণধোলাইয়ে ২ চাঁদাবাজ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ০১:২৫ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১০:০৬

গণধোলাই। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে গণধোলাইয়ে মাসুদ ও নাদিম নামে দুই চাঁদাবাজ ও সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া আরেক সন্ত্রাসী গণধোলাইয়ে আহত হন। আর সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দু’জন। বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কামরাঙ্গীরচর সিলেটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গণধোলাইয়ে নিহতরা হলো- নাদিম (৩৫) ও মাসুদ (৩০)। আহত আরেক সন্ত্রাসী সোহাগ (২৮)। আর সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহতরা হলেন- রিকশাচালক নুর মোহাম্মদ(৩০) ও চা বিক্রেত মনির হোসেন (৩৫)।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেলে আহত মনির হোসেন জানান, তারা সিলেটি বাজার বাবুলের বাড়িতে ভাড়া থাকেন। তার তিনটি রিকশা আছে। তবে তিনি নিজেও রিকশা চালান। গত ৮ মার্চ মাসুদের নেতৃত্বে চাঁদাবাজরা চা দোকানদার নুর মোহাম্মদের কাছে এক লাখ টাকা দাবি করে। কিন্তু চাঁদা না দেওয়ায় সেদিন নুর মোহাম্মদকে ছুরিকাঘাতে আহত করে। এ সময় তার স্ত্রী বাধা দিতে এলে তাকেও ছুরিকাঘাতে আহত করে সন্ত্রাসীর। ওই ঘটনায় নুর মোহাম্মদ কামরাঙ্গীরচর থানায় মামলা করেন। এর জের ধরে আজ রাতে ফের হামলা করেন। এতে তারা দুজন আহত হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এরা সংঘবদ্ধ ছিনতাইকারী ও চাঁদাবাজ ছিল। এর আগে তাদের নামে মামলা করেছিল। ধারণা করা হচ্ছে, এর জের ধরে আজ কয়েকজন মামলার বাদীসহ দু’জনকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তিনজনকে গণধোলাই দেয়। এতে মাসুদ নামে একজন ঘটনাস্থলেই মারা যায়। আর সোহাগ ও নাদিম নামে দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে নাদিম মারা যায়। আহত সোহাগ ঢাকা মেডিকেল চিকিৎসাধীন। বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/পিটিএম

কামরাঙ্গীর চর গণধোলাই চাঁদাবাজ নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর